কালিগঞ্জ প্রতিনিধিঃ সন্ত্রাস মুক্ত ও সামাজিক সম্প্রীতি নিশ্চিতকরণে কালিগঞ্জে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যারদের মতবিনিমিয় সভা সুজন পিএফজি গ্রুপের আয়োজনে শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া, ব্যাচ ও উত্তরীয় পরিয়েদেন পিএফজি গ্রুপের সদস্যবৃন্দ। এরপর স্বাগত বক্তব্য রাখেন সুজন ও দি-হাঙ্গার প্রজেক্ট খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সুশাসনের জন্য নাগরিক (সুজন ) উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় তিনি বলেন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। সকলে মিলে কাজ করলে একটি সুন্দর উপজেলা গড়ে তোলা সম্ভব। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান শওকাত হোসেন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, পিএফজি গ্রুরুপের এ্যাম্বাসেডর এম, হাফিজুর রহমান শিমুল ও মাহফুজা খানম খুকু, সুজন সদস্য এসএম, আহম্মদ উল্যাহ বাচ্ছু, সাবেক এ্যাম্বাসেডর শেখ শফিকুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রভাসক সৈয়দ মাহমুদুর রহমান, কনিকা সরকার প্রমুখ।