সাজু ভুরুলিয়া প্রতিনিধি ঃ শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রনেতা, রোকেয়া মনসুর মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ এ,কে, এম জাফরুল আলম বাবু গতকাল সকালে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে ভুরুলিয়া ইউনিয়ন বাসীর পক্ষথেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উলেখ্য তিনি গত ৫ই জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় ইউনিয়ন বাসীকে সম্পৃক্ত করতে চান।