বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মোবারকনগর বাজারে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ২বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি মোঃ হাবিবুলাহ’র সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ আশরাফুল ইসলাম। স্বাস্থ্যসহকারী মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, মোঃ হযরত আলী, মোঃ সাইদুর রহমান ওরফে খোকা ডাক্তার, সাংবাদিক ইব্রাহিম খলিল, মোঃ আবুল কাসেম, বদরুজ্জামান। অনুষ্ঠানে তাঁতী সদস্যদের মধ্যে আবুল কাসেম, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম বলেন, গজ-ব্যান্ডেজ মালিক সমিতি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যদি কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করে তা আমরা মেনে নেব না। আমরা আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা প্রতিহত করব। প্রয়োজনে আমরা নিজেরাই ব্যবসা করাসহ সবাই এক হয়ে কাজ করার সিদ্ধান্ত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে ৩শতাধিক তাঁতী সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ হাবিুলাহকে সভাপতি, ইউপি সদস্য সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বদরুজ্জামানকে কোষাধ্যক্ষ করে ২বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।