মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের প্রবীণ হাজাম (যারা খতনা করেন) মাওলা বক্স ওস্তাগর (৮৮) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্ট্রোকে আক্রান্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলাহি——রাজিউন)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত শহর আলী ওস্তাগরের ছেলে। মরহুমের ছেলে শাহ আলী ইমরান জানান, দীর্ঘদিন যাবৎ তিনি উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মুসলিম শিশুদের সুন্নতে খাতনা বা মুসলমানি দিয়ে আসছেন। তিনি অত্যন্ত সুপরিচিত মানুষ ছিল। কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করার একপর্যায়ে হঠাৎ গতকাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মাওলা বক্স ওস্তাগরের দাফন সম্পন্ন করা হয়েছে।