খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি \ পাটকেলঘাটার খলিষখালীতে ৫০গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে খলিশখালীর গনেশপুর বাজার থেকে সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাত হোসেন তাকে আটক করেন। আটককৃত ব্যাক্তি হলেন গনেশপুর গ্রামের মৃত ইমান আলী সরদারের পুত্র কাদের সরদার (৪৫)। সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাত হোসেন জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে গনেশপুর বাজার এলাকায় চায়ের দোকানে অভিযান চালিয়ে কাদেরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।