বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হরিনগর গণহত্যা ৭১ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় হরিনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি শহীদ পরিবারের সন্তান যতীন্দ্রনাথ মন্ডল এর সভাপতিত্বে হরিনগর বাজার অস্থায়ী কার্যালয়ে গণহত্যা উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান জিএম আয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, জাতীয় মৎস্যজীবী জেলে সমিতির মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি মধুজীত রপ্তান, স্মৃতিরক্ষা কমিটির সহ-সভাপতি শহীদ পরিবারের সন্তান মনোরঞ্জন মন্ডল, শহীদ পরিবারের সন্তান হরিপদ মন্ডল, হরিনগর বাজার সর্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সদস্য সুজাতা রানী, বিশ্বজিৎ রায়, ইসমাইল হোসেন, কনিকা রানী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে গণহত্যায় নিহত শহীদদের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উলেখ্য ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী হরিনগর বাজার রেড করে ২৮ জন ব্যক্তিকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে।