বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি ব্যাংক কর্মকর্তা মোঃ শওকত ওসমান এর সুস্থতা কমনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার মাগরিব নামাজ বাদ সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরির আয়োজনে পাবলিক লাইব্রেরির হল রুমে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, পাবলিক লাইব্রেরীর কর্মকর্তা ও সদস্য বৃন্দের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরীর উপদেষ্টা প্রভাষক ডাঃ আব্দুলাহ ইবনে ওয়াজেদ, অর্থ সম্পাদক প্রভাষক এম আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, প্রচার সম্পাদক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন, মোঃ শাকিল আহমেদ, নূরনগর হাদিউল উম্মা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আমিনুর রহমান প্রমুখ। উলেখ্য শওকত ওসমান গত ৩১ আগস্ট থেকে হৃদরোগ জনিত কারণে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শওকত ওসমান, কবি বাবর আলী সরদার, তৌফিক সাদ সহ অন্যান্য সদস্যের শারীরিক সুস্থতা এবং শেখ গোলাম মহিউদ্দিনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম।