স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মাসজিদে কুবা জামে মসজিদ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবায় জুম্মা বাদ কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসজিদে কুবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সহ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তারা বলেন, শিখার কোন বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহনের সময়। যত বেশী বই পড়বেন তত বেশী জ্ঞান অর্জন করবেন। ইসলাম সম্পর্কে জানতে হলে ধর্মীয় বই পড়তে হবে। বিশেষ করে নবী ও রাসূলের বই বেশী বেশী পড়তে হবে। ইসলামিক ফাউন্ডেশন মুসলীদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে এটি অবশ্যই প্রশংসনীয়। আপনারা বাচ্চাদেরকে পাঠাগারে জ্ঞান অর্জনের জন্য পাঠাবেন। বাচ্চাদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করুন। এছাড়াও উপস্থিত ছিলেন মোয়াজ্জিন হাফেজ ইমাম হোসাইন, আবু জাফর, শফিকুল মোল্যা, সহ এলাকার মুসলীবৃন্দ। পাঠাগার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুবা মাসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম।