ফরিদুল কবির মথুরেশপুর থেকে \ কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীর পাড়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে পাঁকা প্রাচীর দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সদরে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে গরুহাট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। দুপুরে সরেজমিনে গেলে বাজারের অসংখ্য ব্যবসায়ী ও স্হানীয়রা জানান, দক্ষিণ অঞ্চলের বৃহৎ নাজিমগঞ্জ বাজারের পাশে কাঁকশিয়ালী নদীর পাড়ে বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ৬ ফুট প্রশস্তের চলাচলের পথটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে জনসাধারণ ও ব্যবসায়ীরা। এমনকি পথের পাশে কয়েক যুগ আগের পুরাতন টয়লেটির কিছু অংশ আজও রয়েছে। কিন্তু সম্প্রতি মহিবুলাহ সওদাগর সরকারী জায়গাটি ক্রয় করে নদীতে যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে। বর্তমানে দখলদারদের কারণে নদীটি ছোট হয়ে পড়েছে। ফলে সামান্য বন্যায় দু’কুল ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসী। নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী খনন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান তারা। এ সময় দেখা যায়, নির্মাণ শ্রমিকরা পথটি পাঁকা প্রাচীর দিয়ে আটকে দিতে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। একপর্যায়ে নির্মাণ কাজের বিষয়ে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হয়নি। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত মহিবুলাহ সওদাগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাংবাদিকদের দেখে গা-ঢাকা দিয়ে চলে যান তিনি। এ ব্যাপারে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার বলেন, আমি এলাকায় নাই বাহিরে আছি। আগামিকাল সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্তা নিবো। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে অবগত করা হলে তিনি বলেন, সরকারী সম্পত্তি জবর দখলের কোন সুযোগ নেই। খোঁজখবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের বলেন, বিষয়টি আপনার মাধ্যম দিয়ে অবগত হয়েছি। যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গা হয় তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিবো।