বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবু সূর্য কান্ত ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাইথালী মিলন মহল যুব সংঘ ক্লাব ফুটবল একাদশ বনাম কামালকাটি ইয়ং স্টার ক্লাব ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ ম্যাচে ১ম ও ২য় অর্ধে গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পাইথালী মিলন মহল যুব সংঘ ক্লাব ফুটবল একাদশ ০৫-০৪ গোলের ব্যবধানে কামালকাটি ইয়ং স্টার ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। ম্যাচ সেরা পুরস্কার পান পাইথালী মিলন যুব সংঘের এড. জাকারিয়া আহমদ। কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ম্যাচ উদ্বোধন করেন সমাজ সেবক গনেশ গাইন। এসময় আলতাফ হোসেন সানা, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়াদ, উপজেলা পরিষদের সিও নাজমুল হুদা, পিন্টু কুমার দাস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলিউর রহমান, এরশাদ আলী নয়ন, মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী। সহযোগিতায় ছিলেন পলাশ ও বুধু। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন বেলাল হোসেন।