বাংলাদেশ বঙ্গোপসাগরের কোল ঘেসে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা জেলা। বিশ্বের অনন্য অসাধারন সৌন্দর্য আর সম্পদের লীলাভূমি সন্নিকটের জেলাটি অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে নিজেকে বিশেষ ভাবে পরিচিত করেছে। সাতক্ষীরা বরাবরই শস্য ভান্ডারের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই জেলার বিপুল পরিমান খাদ্য শস্য উৎপাদন করে যে খাদ্য শস্য জেলার চাহিদা পুরন পরবর্তি বিশ্ব বাজারে তথা দেশের রাজধানী ঢাকা সহ অপরাপর জেলায় রপ্তানী করা হয়। সাতক্ষীরা কেবল শস্য ভান্ডার হিসেবে নিজেকে পরিচিত বা পূর্ণতা দান করেছে তা নয় সাতক্ষীরা সবজি ও রবি শস্য উৎপাদনের কাঙ্খিত ক্ষেত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সাতক্ষীরার শত শত হেক্টর জমিতে নানান ধরনের সবজি সহ রবিশস্য চাষ হয়ে থাকে। সাতক্ষীরায় ব্যাপক ভিত্তিক সবজি ও রবি শস্য উৎপাদন হওয়ায় দৃশ্যত ঃ উক্ত পন্যের মূল্য সঙ্গত কারনে সহনীয় থাকে। সাতক্ষীরার দীর্ঘ দিনের সবজির সহজলভ্যতা আর মুল্য সহনীয় থাকাটা বর্তমান সময় গুলোতে চরম ভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে বিশেষ ভাবে বর্তমান সময় গুলোতে। বর্তমান বর্ষা মৌসুম গুলোতে কাঙ্খিত বৃষ্টির দেখা নেই আর এ কারনে আমন চাষে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। একই ভাবে বৃষ্টির অভাব হেতু সবজি চাষেও চরম প্রতিবন্ধকতা বিদ্যমান, সাতক্ষীরার সর্বত্র চাষাবাদে অচলাবস্থা। বৃষ্টিহীনতার কারনে বাজারে সবজির মূল্য আকাশ ছোয়া। জন সাধারনের বিশেষ করে প্রান্তীক পর্যায়ের জনগনের জন্য বর্তমান সবজি বাজার অসহনীয়। সাতক্ষীরা হতে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল বৃষ্টিহীনতা বিরুপ প্রভাব পড়েছে বাজার ব্যবস্থায় শিরোনামে জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনটিতে মূল কথা বলা হয়েছে বৃষ্টিহীনতার কারনে চাষাবাদ বিঘœ ঘটছে।