বিশেষ প্রতিনিধি \ আগামী ১৭ অক্টোবর ২০২২ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতো বিনিময় করেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুলাহ ঝড়ু। গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ট থেকে উপজেলার ভূরুলিয়া, নূরনগর, কৈখালী, রমজাননগর ও শ্যামনগর সদর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময়ে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুলাহ ঝড়ু। এসময় তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতার সেবা ও দুর্যোগকালে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছি। আগামীতেও আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিতে চাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা, গ্রামীন অবকাঠামো উন্নয়নের অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতীতের ন্যায় অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ না দিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো।