স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ও জেলা দুর্ণিতী প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে গতকাল সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে অতি: জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক গাজী আবুল কাশেম, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডবলু, রেবেকা সুলতানা। এছাড়া বিকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য সপ্তাহ ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করছেন।