রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার তুরস্কে হাসপাতাল ভবনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে স্কোয়াড ঘোষণা দিলো ইংল্যান্ড ফাঁস হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি এনসিএল ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ঢাকা মেট্রো অনূর্ধ্ব—১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আঞ্চলিক সহযোগিতা না থাকলে মাতারবাড়ীর সর্বোচ্চ উপযোগিতা অর্জন সম্ভব নয়

ফিঞ্চের বিদায়ি ম্যাচে স্মিথের সেঞ্চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল রোববারের ম্যাচটিই ছিলো ফিঞ্চের শেষ ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই টিম সাউদির বলে বোল্ড হয়েছেন ফিঞ্চ। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে ১৪৬ ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৮.৮৯ গড়ে ৫৪০৬ রান করেছেন তিনি। বিদায়ী ম্যাচে ফিঞ্চের ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। স্মিথের ১০৫, লাবুশানের ৫২ ও ক্যারির ৪২ রানের কল্যাণে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে অজিরা। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। এ ছাড়া টিম সাউদি, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর এখন ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৫ রান। গ্লেন ফিলিপস ৪২ ও মিচেল স্যান্টনার ২৬ রানে ব্যাট করছেন। শেষ ৬ ওভারে কিউইদের দরকার ৫৩ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com