শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন (বিষ্ণুপুর) থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের আয়োজনে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে বিষ্ণুপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ ও মৌতলা রেডসান একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনা পূর্ণ খেলা নির্ধারিত সময়ে ২-২গোলে ড্র হয়। খেলাটি ট্রাইব্রেকারে গড়ায় ট্রাইব্রেকারে ৩ -২ গোলে হারিয়ে বিষ্ণুপুর জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ জয়লাভ করে। উক্ত খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন (ইউপি) সদস্য পীযুষ কান্তি রায়। রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি রমেশ সরদার। সমগ্র খেলাটি পরিচালনা করেন রেফারি তাপস সরকার। সহকারি ছিলেন রাশেদুজ্জামান ও রুবেল। মনোমুগ্ধকর এ খেলায় ধারাভাষ্য ছিলেন বন্ধু মহল ক্লাবের উপদেষ্টা বিশ্বজিৎ সরদার, ও গ্রাম্য ডাঃ শফিকুল ইসলাম।