এম এম নুর আলম/ মাছুম বিলাহ \ আশাশুনি উপজেলার খাজরা ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন প্রকল্পন পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রকল্প পরিদর্শন শেষে তিনি জনপ্রতিনিধি এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শনিবার দিনভর তিনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানকে সাথে নিয়ে এসব প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন। প্রথমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাজরা ইউনিয়নের তোয়ারডাঙ্গা খাল ও ভূমিহীনদের জায়গা ক্রয় করে ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। এরপর প্রাকৃতিক দূর্যোগে প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন তিনি। এসময় তিনি ইউনিয়নের ভাঙ্গনের শিকার বাঁধ ও বাঁধের বর্তমান অবস্থা, এলাকার মানুষ ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। বাঁধ, সড়ক ও অবকাঠামোগত কাজে সরকারের বরাদ্দ ও বরাদ্দের ব্যবহার সম্পর্কেও তিনি খবর নেন। এলাকার ক্ষয়ক্ষতি নিরুপন, বাঁধ, সড়ক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত অবকাঠামো তালিকা প্রস্তুত, এলাকার পরিবেশ পরিস্থিতি দেখে তিনি ব্যথাতুর হৃদয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতা এমপিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করার ব্যাপারে আশা ব্যক্ত করেন। পরিদর্শন শেষে প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপজেলা আওয়ামীলীগ নেতা ঢালী মোঃ শামছুল আলমসহ ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।