ধুলিহর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে সরকারি গাছ মেম্বার ও চেয়ারম্যান কর্তৃক বিক্রি করার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গ্রাম্য কাঁচা রাস্তা পাকা করার কথা বলে চেয়াররম্যান ও মেম্বার কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিয়মবহির্ভূত ভাবে ৩০ টার ও অধিক বড় বড় মেহগনি গাছ ছ’মিল মালিক স্বপনের নিকট বিক্রি করলে গত শনিবার সরকারি ছুটির দিনে স্বপন ও তার লোকজন ৭টি মেহগনি গাছ কর্তন করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরে জমিন পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে উক্ত ছ’মিল থেকে কর্তন কৃত গাছগুলো জব্দ করেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে তিনি লিখিত ভাবে এসিল্যান্ডকে অবহিত পূর্বক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে মেম্বার আলমগীর হোসেন মন্টু এ প্রতিনিধিকে জানান এ ব্যাপারে ফোনে কথা বলা যাবে না। সাক্ষাতে কথা বলব। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরে জমিনে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।