বিশেষ প্রতিনিধি \ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হাফিজুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে ৭’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটক হাফিজুর রহমান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশীশ্বরপুর গ্রামের ইয়াছিন মোল্যার পুত্র। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পিরোজপুর কালিগঞ্জ-শ্যামনগর সড়ক রাস্তার উপর থেকে ৭ঁশ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে তাকে আটক করা হয়। ১৩ সেপ্টেম্বর সকালে তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে কালিগঞ্জ থানার সহকারী- উপপরিদর্শক জিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।