বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা) ডাঃ মোঃ আমানত উলাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাঈম হোসেন নয়ন, সেনেটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ আঃ খালেক, এইচআই ইনচার্জ কবীর আহম্মেদ, এএইচআই আবু মুছা, এইচএ সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ আলোচনা রাখেন। সভায় মাসিক প্রতিবেদন দাখিল, বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও দায়িত্ব কর্তব্য বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।