স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। গতকাল উপজেলা পর্যায়ে বাছাই কমিটি বিদ্যালয়টির পড়ালেখার মান, পরিবেশ, স্বাস্থ্য বিধি, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছনতা, প্রধান শিক্ষক সহ শিক্ষকদের দায়িত্বশীলতা সহ অপরাপর বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিযোগী বিদ্যালয়গুলো হতে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাকির হোসেন দৃষ্টিপাতকে জানান খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গেট এবং শিক্ষায় এগিয়ে চলার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ এমপির অবদান ও সহযোগিতা বিশেষ ভাবে স্মরন করছি। তিনি আরও বলেন প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন আমাদের বিদ্যালয়টির পড়ালেখার মান উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছেন। যে কোন সমস্যা তিনি তাৎক্ষনিক ভাবে সমাধান করেছেন। প্রতিশ্র“তিশীল ও দায়িত্বশীল প্রধান শিক্ষক জাকির হোসেন আরও বলেন আমার সহকর্মি শিক্ষকগন, ম্যানেজিং কমিটি সহ অভিভাবকরা বিদ্যালয়টির অগ্রযাত্রায় নিবেদিত।