বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিলাহ হজরত শাহসূফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউলা (রঃ) এঁর পাক রওজা শরীফে প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ১২ ফেব্র“য়ারী শনিবার বাদ মাগরিব পীর আম্মার মাজার প্রাঙ্গণে মিলাদ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, দুরুদ শরীফ, আলোচনা, তায়ালাদ শরীফ হামদ, নাতে-রাসুল, মুরশিদী ও কেয়াম পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষপ্রান্তে প্রয়াত খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদসহ সকল মুসলিম উম্মার রূগের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মছজিদের খতিব আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাইদ।