স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা পিএন স্কুল চত্ত¡রে পৌর কৃষক লীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উদ্বোধন ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, প্রধান বক্তা জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবী, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাবেক পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশি, বিশেষ বক্তা ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সম্মেলনে শেখ বদরুজ্জামান মিল্টন কে সভাপতি ও মো: আবু বকর সিদ্দিক কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর ৪নং ওয়ার্ডের কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। এ সময় কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো: বাবলুর রহমান।