শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

শান্ত হয়ে আসছে বঙ্গোপসাগর, মাছ ধরতে যাচ্ছেন জেলেরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: নিম্নচাপের কারণে বেশ কিছুদিন উত্তাল ছিল বঙ্গোপসাগর। যে কারণে গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার শত শত ট্রলার পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে আশ্রয় নেয়। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ট্রলারের অনেকেই ইলিশের সন্ধানে সমুদ্রে ফিরছেন। গতকাল বুধবার সকালে আলীপুর-মহিপুর মৎস্য বন্দর ঘুরে দেখা যায়, ভোর থেকেই কিছু ট্রলার সমুদ্রে যাচ্ছে। আবার অনেকে আবহাওয়া পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। মহিপুরের এফবি লাভনি ট্রলারের মাঝি মধু হাওলাদার বলেন, সকাল থেকে অনেক ট্রলার সমুদ্রে গেছে। আমরা বরফ নিয়েছি। একটু পরে বাজার নিয়ে বের হবো। মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা বলেন, আবহাওয়া মোটামুটি স্বাভাবিক হয়ে আসায় অনেকে সমুদ্রে যাচ্ছেন। তবে স্টাফ, সরঞ্জামাদির সমস্যা থাকার কারণে অনেকে নামতে পারছেন না। দু-একদিনের মধ্যে সবাই মাছ শিকারে যাবেন। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ বা ৭২ ঘণ্টার মধ্যে সতর্কতা সংকেত নামিয়ে নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com