মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে ও গনমূখী ফাউন্ডেশনের বাস্তবায়নে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও পিএআর প্রকল্পের কো-অর্ডিনেটর শাহ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্যোগের উপরে স্থায়ী আদেশাবলী পর্যায় সমূহ, ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি উপজেলা লিডার আবু তাহের। এ সময় ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেসিলেটেটর শেখ নূরুল হক।