বৈশ্বিক সর্বোচ্চ ফোরাম ৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশন মঙ্গলবার নিউইয়র্কে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। তার আগে, ব্রিটিশ রানি এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়া এবং ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকা ছেড়ে লন্ডন যাওয়ার কথা রয়েছে। এবারের জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বৈশ্বিক সঙ্কট এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানে জোড় দিবেন বলে ঢাকার কূটনীতিকরা জানিয়েছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। এ ছাড়াও সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন মন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সরকারের শীর্ষ পর্যায়ের একদল প্রতিনিধি। থাকবেন ব্যবসায়ীদের প্রতিনিধিরাও।