স্টাফ রিপোর্টার ঃ সারা দেশের ন্যায় সাতক্ষীরায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। জেলায় এসএসসি ২৭ কেন্দ্রে, দাখিল ১২ কেন্দ্র ও এসএসসি ভোকেশনাল ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুুষ্ঠিত হবে। জেলায় ৪৬ কেন্দ্রে ২৬ হাজার ৪শত ৮৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করবেন। এর মধ্যে এসএসসি ২৭ কেন্দ্রে ১৯ হাজার ৩ শত ৫৬ জন। দাখিল ১২ কেন্দ্রে ৫ হাজার ৬ শত ৯৮ জন ও ভোকেশনাল ৭ কেন্দ্রে ১ হাজার ৪শত ৩৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা এসএসসি ২৭১০, এসএসসি ভোকেশনাল ৩১১ ও দাখিল ১২৪০ জন পরীক্ষার্থী। কলারোয়া উপজেলা এসএসসি ২৯০০, দাখিল ৬৯৯ ও এসএসসি ভোকেশনাল ৩৪৮ জন। তালা উপজেলা এসএসসি ৩১৪০, দাখিল ৬২৭ ও ভোকেশনাল ১৯৫ জন শিক্ষার্থী। আশাশুনি উপজেলার এসএসসি ৩০৩৭, দাখিল ১০৭৩ ও ভোকেশনাল ৭২ জন। কালিগঞ্জ উপজেলায় এসএসসি ২৮৬৮, দাখিল ৬৯৩ ও ভোকেশনাল ২৮৫ জন। দেবহাটা উপজেলার এসএসসি ১১৯৯, দাখিল ২৪৯ ও ভোকেশনাল ৮৮৫ জন। শ্যামনগর উপজেলায় এসএসসি ২৪৬১ জন, দাখিল ১১১৭ ও ভোকেশনাল ১৩৭ জন পরীক্ষার্থী। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১০০ নম্বরের পরিবর্তে সীমিত নম্বরে, পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় চলবে ১টা পর্যন্ত। পরীক্ষার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান, পরীক্ষা কেন্দ্র পরিচালনা জন্য কেন্দ্রীয় সচিব ও সুপার মনোনিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ে সকল কেন্দ্রে প্রশ্ন পত্র পৌছে যাবে। পরীক্ষা কেন্দ্র মনিটরিং করবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কোন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।