আশাশুনি প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আশাশুনি থেকে ৬নং সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদের কাছে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। তোষিকে কাইফু নির্বাচনে বিজয়ী হলে তার কর্মকান্ড সম্পর্কে বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা সাধারণ সদস্য পদে বিজয়ী হলে উপজেলায় সাধারণ মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি স্যার এর নামে পাঠাগার প্রতিষ্ঠা ও তথ্য প্রযুক্তির বিকাশে শেখ রাসেল ফ্রি ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করতে আমি বদ্ধ পরিকর। এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান, তথ্য ও প্রযুক্তি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করবো।এছাড়া প্রতিটি ইউনিয়নে তরুণ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ নিশ্চিত করতে কাজ করবো।