বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে পুলিশের অভিযানে ৬টি বোমা ও দুই রাউন্ড শর্ট গানের গুলিসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশ এসআই গোলাম মোস্তফা, এসআই নূর হোসেন, এসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি হিন্দুপাড়া এলাকায় প্রতিবেশী মফিজুলের বাড়িতে বিস্ফোরক দ্রব্য রেখে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাকালে কাদাকাটি গ্রামের মইনুর সরদারের ছেলে মিকাইল সরদার(৩৫) কে ৬টি বোমা ও ২রাউন্ড শর্ট গানের গুলিসহ হাতেনাতে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে একই গ্রামের মৃত্যু রউফ সরদারের ছেলে ইসরাফিল সরদার পালিয়ে যায়। পরে এসআই ইমরান হোসেন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে ১৫(০৯)২০২২ মামলা রুজু করলে তাকে বৃহস্পতিবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।