মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর-শীতলপুর পাঁকার মোড় ওয়াপদা বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির আহবাহক বীর মুক্তিযোদ্ধা জিএম নূর মোহাম্মাদের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজারের অস্থায়ী কার্যালয়ে গোপন ব্যালটে ভোটারদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন সম্পন্ন হয়। বাজারের তালিকাভুক্ত ৩৯ জন দোকান মালিক ও ব্যবসায়ী ভোটারদের মধ্যে ২৮ জন ভোটার লিখিত মতামত প্রকাশ করেন। একটি বক্সে মতামত গ্রহণের পর সন্ধ্যায় গননা শেষে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম বিজয়ীদের নাম ঘোষনা করেন। ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি আলহাজ্ব ফজর আলী গাজী, সহ-সভাপতি সাংবাদিক ফরিদুল কবির, সাঃ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী গাজী, কোষাধ্যক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সুমন হোসেন, সদস্য কেরামত আলী ও নাজমুল ইসলাম। পরে এডহক কমিটির আহ্বায়ক নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।