আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর বাজার রক্ষা ও বাজার সংলগ্ন পতিত সরকারি সম্পত্তি হাট-বাজারের জন্য বন্দোবস্থের দাবীতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয়দের আয়োজনে আশাশুনি বাজার সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি নাগরিক সমাজের সিনিঃ সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির উপদেষ্টা বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলী, জাপা নেতা আজাদ হোসেন টুটুল, বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক জাবিউল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অফিস, ব্যাংক বীমা, স্কুল, মসজিদ, বাসাবাড়ি রক্ষা করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়ী বাঁধ নির্মান, সিএস ম্যাপ অনুযায়ী প্রকৃত নদীর মাঝ বরাবর খনন কাজ ও বেড়ীর পাশে বাঁধ নির্মান করা, পানি উন্নয়ন বোর্ডের দখলে থানা সম্পত্তিতে স্থায়ী হাট-বাজার বসানোর ব্যবস্থাসহ নানাবিধ দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন। এছাড়া আশাশুনি বাসির দাবির বিবেচনায় নিয়ে বাজার ও উপজেলা সদর শহরকে রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় এমপি, ডিসি মহোদয়সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বক্তারা।