বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী বিশ্বকর্মা প‚জা পালিত হয়েছে । বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী স¤প্রদায়ের স্বর্ণের দোকান মালিক, কর্মকার সম্প্রদায় ও সেলুন দোকান মালিক, কারিগরা বিশেষ করে যারা লোহার যন্ত্রপাতির কাজ করেন তারা প‚জা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেছেন। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ প‚জা অনুষ্ঠিত হয়। প‚জা-অর্চনা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নলতা হাটখোলার বিকাশ কর্মকার (স্বর্ণকার), বিশ^নাথ কর্মকার, মোবারকনগর বাজরের সম্ভুনাথ বিম্বাস ও মিঠু স্বর্ণকার জানান, বিশ্বকর্ম দেবতা হচ্ছে শৈল্পিক ও তৈরির বা নির্মানের দেবতা, বিভিন্ন কারুকাজে তৈরি করাই এই দেবতার কর্ম । প্রস্তুতকারক শিল্প ও কারখানার কর্মে জড়িত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মের প‚জা করে থাকেন। বিশ্বকর্মা হচ্ছে শৈল্পিক দেবতা, শিল্পকর্ম, হস্তশিল্প, কারখানা, লোহা নির্ভর সকল কাজে জড়িত সনাতনী ভক্তবৃন্দরা বিশ্বকর্মা দেবতার প‚জা করেন। প্রতি বছরই নির্দিষ্ট দিনে দেবশিল্পী বিশ্বকর্মার প‚জা পালিত হয়ে থাকে। বিশ্বকর্মা প‚জা ম‚লত বিশ্বকর্ম’র সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে যারা হাতের কর্ম করেন বা শৈল্পিক কর্মের সাথে জড়িত তারাই বিশ্বকর্মের প‚জা করে থাকেন। উন্নত ভবিষ্যৎ, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনে প্রার্থনা করে থাকেন তারা। কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পন এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকেন।