মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঝড়ু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ি এম খলিলুল­াহ ঝড়– কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, যুব একাডেমির চেয়ারম্যান এম খলিলুল­াহ ঝড়– আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সচেতন ও প্রগতিশীল ব্যাক্তি হিসেবে স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে সাতক্ষীরার ২২ লাখ মানুষের পাশে থেকে প্রাপ্র্য অধিকার ও সেবা নিশ্চিত করতে চাই। দায়িত্বশীল পদে না থেকেও আত্মমানবতার সেবায় দুর্যোগকালে অসহায় ব্যাক্তিদের পাশে যেয়ে সাধ্যমত সাহায্য ও সহযোগিতা করেছি। আপনাদের দোয়া ও জনপ্রতিনিধিদের মূল্যবান ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দেব। সরকারি অনুদান ও প্রকল্পগুলো আলোচনার মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদকে সমান ভাবে বন্টন করবো। সুপেয় খাওয়ার পানি, গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রকল্প বাস্তবায়নের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সদস্য আব্দুল লতিফ মোড়ল, ইলাদেবী মলি­ক, আব্দুল করিম মামুন হাসান, কাজী আল মামুন, গৌরপদ দাশ, ফরিদুল কবীর, শেখ আমজাদ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com