আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার দরগাহপুরে শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ শিক্ষক সুধাংশু কুমার রাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, থানার এএসআই সোহেল। পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাহুল মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরবিন্দ মন্ডল, পুজা উদযাপন পরিষদের মিঠুন মন্ডল, হরিশ চন্দ্র সরদার ও ইউনিয়নের প্রত্যেক পূজা মন্দিরের সভাপতি/সম্পাদক প্রমুখ।