বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং নিয়ন্ত্রন থাকলে ভোক্তা সাধারন সহ ক্রেতারা বিশেষ ভাবে স্বস্তিতে থাকে। আর যখন পণ্য সামগ্রীর মুল্যবৃদ্ধির পাগলা ঘোড়া ছুটতে থাকে তখন দৃশ্যতঃ ক্রেতা সাধারনের জন্য অনাকাঙ্খিত পরিস্থিতির অবতরনা ঘটে। সাতক্ষীরার বাস্তবতায় নিত্য পন্যের ও সবজির মূল্য বৃদ্ধির ঘটনায় ক্রেতা সাধারন অত্যন্ত খারাপ সময় অতিক্রম করছে। সপ্তাহব্যাপী বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে এক শ্রেনির ব্যবসায়ীরা নিত্যপন্য সহ সবজির মূল্য বৃদ্ধির ঘটনা ঘটিয়ে চলেছে বলে ক্রেতা সাধারনের পক্ষ হতে অভিযোগ করা হচ্ছে। বৃষ্টিতে সবজি উৎপাদনে বিরুপ প্রভাব পড়েছে এমনটি বলবার সুযোগ নেই কারন সবজিতো সবজি গাছে আর এমন পরিমান বৃষ্টিপাত হইনি যে সবজি বাগান তলিয়ে গেছে, হ্যাঁ তবে এমন বিষয়টি দৃশ্যমান যে সবজি পরিবহনে দীর্ঘ সূত্রিতা এবং মূল্যবৃদ্ধির ঘটনা। কিন্তু বাজারে দেখা যাচ্ছে গত এক সপ্তাহ পূর্বে নিত্যপন্যের ও সবজির যে মূল্য ছিল গত কয়েক দিন যাবৎ যে অপেক্ষা বেশী। লাউ, পটল, আলু, খিরাই, কাচকলা, ওল, কচুরমুখি, সহ সব ধরনের সবজির মুল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে। গরুর মাংস, খাসির মাংস, পোল্ট্রি সব ধরনের মাংসের মূল্য ও বৃদ্ধি পেয়েছে। পেয়াজের বাজার উর্ধমুখি, চিকন চালের মূল্য বেশী, সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল বৈরী আবহাওয়ার দোহাই : নিত্যপন্য সহ সবজির মূল্য বৃদ্ধি” শিরোনামে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে বাজার ব্যবস্থা অস্থিতিশীল হয়ে ওঠায় ক্রেতারা বিপাকে পড়েছে অনেকে দুই দিনের পরিবর্তে এক দিন বাজার করছে। অবিলম্বে বাজার মনিটরিং করা জরুরী। এবং মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা জরুরী। সাতক্ষীরার বাস্তবতায় মূল্য বৃদ্ধির পাশাপাশি প্রতারনাও করা হচ্ছে ক্রেতাদের সাথে এসব নিয়ন্ত্রন করা অপরিহার্য।