আব্দুল মাজিদ কৃষ্ণনগর থেকে \ কালিগঞ্জের কৃষ্ণনগরে শাবল দিয়ে পিটিয়ে ভগ্নিপতিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ২নং আসামি আহাদ আলী গাজী (৪০) গ্রেপ্তার হয়েছে। ১৮ সেপ্টেম্বর র্যাব-৬, সাতক্ষীরা’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর সামছুর গাজী (৫৭) হত্যা মামলার ২নং আসামি আহাদ আলী গাজীকে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোলারহাট সংলগ্ন উত্তর রঘুনাথপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহাদ আলী গাজী তার ভগ্নিপতি সামছুর গাজীকে হত্যার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, সামছুর গাজীর ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে ঘেরে মাছ চুরির অভিযোগ করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মো: সামছুর গাজীর সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় শ্যালক ফজর আলী ও ছোট শ্যালক আহাদ আলী গাজী শাবল দিয়ে সামছুর গাজীর মাথায় এবং গায়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন। এসময় তারা তাদের বোনকেও (সামছুর গাজীর স্ত্রী) আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে নিহতের ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ৬ জনের নাম উলেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামি আহাদ আলী গাজীকে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মামলার ৬নং আসামি কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাকি ফকিরের ছেলে শাহিনুর ফকিরকে (৩২) কৃষ্ণনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।