আনুলিয়া প্রতিনিধি \ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ইউরিয়া সারের বিক্রয় তদারকি ও সার সরবরাহ নিশ্চিত করতে সারের দোকান পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। ইউনিয়নের বিছট বাজারে মেসার্স অনি এন্টার প্রাইজে গমন করে পরিদর্শন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। এসময় সরকারী নির্ধারিত মূল্যে সার বিক্রয় করা হচ্ছে কিনা দেখতে ক্যাশ মেমো পরীক্ষা করা হয়। সাথে সাতে ক্যাশ মেমো দিয়ে সার বিক্রয় তদারকী করা হয়। এছাড়া সারের মজুদ ও সরবরাহ ঠিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়। এসময় নির্ধারিত ব্লকের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা তার সাথে ছিলেন।