বিশেষ প্রতিনিধি \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করছেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন পরিষদের সচিক কামরুল হোসেন বাবুসহ সদস্য /সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আলহাজ্ব নজরুল ইসলাম আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে সমর্থনও ভোট দেওয়ার আহবান জানান। পরে তিনি কালিগঞ্জ উপজেলা তারালি ইউনিয়ন পরিষদ , ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন।