বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইজিবাইক, মোটরভ্যান ও মোটর সাইকেল চালকদের ট্রাফিক আইন সম্পর্কিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আক্তার, ইউডিএফ ইউজিডিপি আসমাউল হুসনা প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।