কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সকালে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, আ’লীগের শওকত হোসেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, শেখ আব্দুর রশিদ, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা, রাজ্যেশ্বর দাশ প্রমূখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য ও সুধিজন উপস্থিত ছিলেন। একই দিনে কালিগঞ্জ উপজেলার তারালী, নলতা, ভাড়াশিমলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের সাথে মতবিনিময় করেন।