মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় পরিষদ চত্বরে একটি লেবু গাছের চারা রোপন করেন। পরে পরিষদ এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। বৈশ্বিক জলবায়ু ঠিক রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় দুই শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় ইউপি সচিব নাসরিন আক্তা রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।