বাংলাদেশের অনন্য অসাধারন সৌন্দর্য্যরে প্রতিক সুন্দরবন। আমাদের এই বন কেবল সৌন্দর্য্য এবং সম্পদে পূর্ণ তা নয় বিশ্ব বাসির তথা বিশ্বের কোটি কোটি মানুষের অতি আগ্রহের প্রতিফলন। সুন্দরবন কেবল সৌন্দর্য বা সম্পদে পুর্ণ তা নয় এই বন আমাদের মর্যাদা, সম্মান, অস্তিত্ব রক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাতক্ষীরার সীমানা ঘেসে বিশ্বের অনন্য অসাধারন সৌন্দর্য এবং সম্পদের লীলাভূমি সুন্দরবনের অবস্থান। সাতক্ষীরা জেলা বরাবরই দূর্যোগ প্রবন এলাকা হিসেবে বিশেষ ভাবে পরিচিত। প্রতি বছরই আমাদের দেশের উপকুলীয় জেলার উপর দিয়ে নানান ধরনের প্রকৃতির নিষ্ঠুরতা বয়ে যায়। উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা তার ব্যতিক্রম নয়। এই জেলার উপর দিয়ে বারবার বছর বছর প্রকৃতি তার নিষ্ঠুরতা দেখিয়ে চলেছে। গত কয়েক দিন আগেও বঙ্গোপসাগরে নিন্ম চাপের কারনে সাতক্ষীরা সহ উপকুলীয় এলাকার জেলা গুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া, বৃষ্টিপাত হয়। দীর্ঘ সময় যাবৎ বৃষ্টিপাত না হওযায় এবং প্রখর রৌদ্র, লু-হাওয়ার পর হঠাৎ ব্যাপক বৃষ্টিপাতে ফসলের ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। সুন্দরবনের কল্যানে জ্বলোচ্ছাস, ঘুর্ণিঝড় এবং অপরাপর প্রাকৃতিক দূর্যোগ হতে উপকুল ও দেশ রক্ষা পাচ্ছে। আর তাই সুন্দরবন আমাদের জীবনযাত্রা এবং অস্তিত্বের সাথে সর্বাত্মক ভাবে মিশে আছে। আমাদের প্রিয় সুন্দরবনকে সুন্দর রাখতে হবে। আমাদের মর্যাদা, অস্তিত্ব, সম্মান আর নিরাপত্তার জন্য সুন্দরবনকে সত্যিকার অর্থে সুন্দর রাখতে হবে। এক শ্রেনির বন খেকোরা সুন্দরবন অভ্যন্তরে নির্বিচারে বনখেকোদের ভূমিকায় অবতীর্ন হয়েছে তারা নির্বিচারে সুন্দরবনের বৃক্ষ নিধন করছে। সুন্দরবনের অতন্ত্র প্রহরী হিসেবে খ্যাত বাঘ পর্যন্ত নিধনে নেমেছে এবং নিধন করছে। সুন্দরবন আমাদের মর্যাদার প্রতিক, আমাদের গর্বের ধন। এই বনকে অবশ্যই সুন্দর রাখতে হবে। বাঁচিয়ে রাখতে হবে। সুন্দরবন রক্ষা না পেলে বাংলাদেশ রক্ষা পাবে না। বিশেষ করে উপকুলীয় জেলা গুলোর অস্তিত্ব বিপন্ন হবে তাই সুন্দরবন সুন্দর থাকুক এই প্রত্যাশা।