আশাশুনি অফিস \ আশাশুনি স্বামীর ছুরির আঘাতে স্ত্রীর করুন মৃত্যু ঘটেছে। ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল ভোর রাতে উপজেলার প্রতাপনগর গ্রামে ঘটে। নিহত নুরুন নাহার (৩৬) সে কল্যানপুর গ্রামের মেয়ে মৃত হানিফ উদ্দীনের কন্যা। আটক স্বামী প্রতাপনগর সমসের আলী সরদারের পুত্র গোলাম মোস্তফা। স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়েনর। ভোর রাতে স্বামী স্ত্রীর মধ্যে তর্কতর্কি হয়। এক পর্যায়ে মোস্তফা তার স্ত্রী নূরুন্নাহার কে ছুরি দিয়ে আঘাত করে। এসময় রক্তক্ষরনে ঘটনা স্থানে তার মৃত্যু ঘটে। মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, তার ভাই মোস্তফা মানসিক ভারসাম্যহীন, তাকে মাসে মাসে ইনজেকশন দিতে হয়। না দিলে পাগলামি বাড়ে। স্থানীয় এলাকাবাসী কয়েক জোন জানান দীর্ঘদিন তার মাথায় সমস্যা রয়েছে। আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান খবর পেয়ে তিনি নিজ ঘটনাস্থানে গিয়ে ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলেছেন। ঘাতক স্বামী তাকে ছুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে পদ্মাপকুর পাতাখালি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ সুরাত হাল শেষে মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় আশাশুনি থানায় একটি হত্যা মামলা হয়েছে।