শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সংসদ টিভির পরিচালক নূরুল হুদার মা অসুস্থ সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ জাতীয় সংসদ সচিবালয়ের তত্বাবধানে পরিচালিত জাতীয় সংসদ টেলিভিশনের পরিচালক (নিউজ অ্যান্ড প্রোগ্রাম) মো নূরুল হুদার মা জামিলা সিদ্দিকী (৮৫) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ব্রেনস্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হন। কেবিন নং-২৫৫ (দ্বিতীয় তলা)। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ মানস কুমার মন্ডলের তত্বাবধানে জামিলা সিদ্দিকীর চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শে ভর্তির পর সিটিস্ক্যান, ইসিজি ও ইকোসহ নানা ধরনের পরীক্ষা -নিরীক্ষা চলে। বর্তমানে ব্রেনস্টোকের চিকিৎসা চলছে। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগেও আক্রান্ত। গতকাল সোমবার অসুস্থ এই রোগীকে দেখতে কেবিনের ২৫৫ নং কক্ষে আসেন সাতক্ষীরা জেলার সর্বাধিক পঠিত ও বহুর প্রচারিত আঞ্চলিক দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম ও মাছুদুর জামান সুমন। রোগীর শয্যা পাশে কিছু সময়ের জন্য বসেন এবং তার শারিরীক খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন রোগীর ছেলে-মেয়ে সংসদ টিভির পরিচালক মো নূরুল হুদা, মেজমেয়ে সাঈদা সিদ্দিকী, ছোটমেয়ে সাজিয়া সিদ্দিকী, ছেলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সহকারী পরিচালক জি এম সাইফুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার গাজী শাহনেওয়াজ, এডিশনাল ডিআইজি সানা শামীমুর রহমানের শ্বশুর আসাদুর রহমান ও যশোরের সহকারী তথ্য অফিসার লতিফুন নাহার প্রমুখ। মায়ের অসুস্থতা প্রসঙ্গে সংসদ টিভির পরিচালক (নিউজ অ্যান্ড প্রোগ্রাম) মো. নূরুল হুদা বলেন, মা’কে নিয়ে এই প্রথম হাসপাতালে ভর্তি হয়েছি। এর আগে কখনো গুরুতর রোগের কারণে হাসপাতালে আসা লাগেনি। আমরা সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com