কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার উজিরপুর হামিদ স্মৃতি মাঠে যুব কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নলতা অভি স্যাটালাইট একাদ্বশ বনাম জি আর টাইগার ক্লাব একাদ্বশের মধ্যে একে অপরের সাথে মোকাবেলা করে। টানটান উত্তেজনা মুহুর মুহুর আক্রমন পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথম অর্ধের খেলায় অমিমাংশিত থাকলেও দ্বিতীয় অর্ধের প্রথম ৪ মিনিটে জি আর টাইগার ক্লাব একাদ্বশের খেলোয়াররা গোল করতে সক্ষম হয়। খেলার ফলাফল জি আর একাদ্বশ ৬ অভি স্যাটালাইট একাদ্বশ ০। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা, সাংবাদিক শিক্ষক সুধিজন ও হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক। একই ভেন্যুতে মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।