সাতক্ষীরা দেশের সুন্দরবন সংলগ্ন জেলা। বঙ্গোপোসাগর বিধৌত এই জেলা অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত। দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা পালনকারী এই জেলা সাংস্কৃতি এবং ঐতিহ্যের ও ধারক এবং বাহক। সাতক্ষীরার অতি প্রাচীন উৎসব গুড়পুকুর মেলা এই মেলার ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে। এক সময় গুড়পুকুর মেলা বিশেষ ভাবে সাতক্ষীরাকে শক্তিশালী করে। কয়েক বছর পূর্বে ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলায় বোমা হামলায় সাতক্ষীরাকে কলঙ্কিত করে ছাড়ে। দেশের সীমানায় সাতক্ষীরার সুনাম ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে, দেশের অভ্যন্তরে সাতক্ষীরা গুড়পুকুর মেলার জন্য বিশেষ ভাবে শক্তিশালী হয়ে ওঠে। সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে সাতক্ষীরার বিশলক্ষাধীক মানুষ গুড়পুকুর মেলাকে বিশেষ উৎসব হিসেবে দেখতে থাকে। গতকাল ইতিহাস খ্যাত গুড়পুকুর মেলার বর্ণাঢ্য উদ্বোধন করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক। সাতক্ষীরায় শহীদ রাজ্জাক পার্কে অল্প পরিসরে এই মেলা চলমান হলেও সারা সাতক্ষীরাকে বিশেষ ভাবে স্পর্শ করেছে। বোমা হামলা চালিয়েও জেলা বাসির মন থেকে গুড়পুকুর মেলার জৌলুসকে হটাতে পারেনি, গুড়পুকুর মেলা উপলক্ষে ইতিমধ্যে দুর দূরান্ত আত্মীয় স্বজনরা সাতক্ষীরায় এসেছে উদ্দেশ্য আত্মীয় স্বজনদের বাড়ীতে অবস্থান করা। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সাতক্ষীরার গুড়পুকুর মেলা বিষয়ে একটি আলোকিত প্রতিবেদন প্রকাশ করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সাতক্ষীরার মানুষ গুড় পুকুর মেলার প্রতি বিশেষ ভাবে দুর্বল, মা মনসা পূজার পর ভাদ্র মাসের শেষে এবং আশ্বিন মাসের শুরুতে এই গুড় পুকুর মেলার আয়োজন, এই মেলা সাতক্ষীরাকে কেবল সমৃদ্ধ করছে তা নয় সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্যকেও ব্যাপক ভিত্তিক শক্তিশালী করে চলেছে। গুড় পুকুর মেলার অগ্রযাত্রা সফল হোক। সাতক্ষীরার মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক।