বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড শক্ত হাতে দমন করার লক্ষে গ্রাম পুলিশদের সাথে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) মতবিনিময় করেছেন। বুধবার সকালে উপজেলার সকল গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা শেষে থানা চত্বরে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সকলে মিলে আনন্দময় উৎসবে পরিণত করতে হবে। এসময় তিনি বলেন, সারাদেশের ন্যায় আশাশুনিতেও শারদীয় দূর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দূর্গাপূজাকে ঘিরে কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এসময় তিনি এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড শক্ত হাতে দমনে সকলকে সজাগ থাকার আহŸান। মতবিনিময়কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেনসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।