এম এম নুর আলম \ আশাশুনিতে মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচারনা প্রতিদ্ব›িদ্বতাপূর্ণভাবে জমে উঠেছে। ব্যানার, ফেষ্টুন, মটর সাইকেলে বাঁধা প্রতিক সম্বলিত পতাকা, বুকে ব্যাজ ইত্যাদিতে দিনভর যেন ঝিকমিক করে চলেছে সমিতির কার্যালয়সহ প্রার্থী সমর্থিতদের নিকটে। প্রার্থীরা ভোর থেকে অধিক রাত পর্যন্ত ভোট প্রার্থনায় ভোটারদের বাড়ী বাড়ী যেয়ে নানান অভয় বানী আর উন্নয়ন করার আশ্বাস দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। জানাগেছে, আগামী ২৩ সেপ্টম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। নির্বাচনে উপজেলা বিভিন্ন এলাকায় বাড়ী এমনসহ মোট ভোটার ৭৫৫ জন। হাড্ডা হাড্ডি লড়ায়ের লক্ষ্যে সভাপতি পদে আশাশুনি এলাকার সরদার রুহুল আমিন রুলামিন (ছাতা) ও সাহেদুজ্জামান আনিছুর রহমান সাহেদ কেনা (আনারস) দু’জন, সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী (বই) ও ফেরদাউস হুসাইন (তালা) নিয়ে লড়াই করছেন। আশাশুনি মটর সাইকেল সমবায় সমিতির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আলমগীর কবির, সহকারী হিসেবে থাকবেন প্রাক্তন সেনা সদস্য রাকিবুল ইসলাম ও প্রাথমিকের সহকারি শিক্ষক রবিউল ইসলাম। উলেখ্য, সহ-সভাপতি পদে লোকমান হোসেন ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ফুলবাবু বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় নির্বাচিতরা আলোচনান্তে সদস্য মনোনীত করবেন বলে সমিতির অফিস সূত্রে জানাগেছে।