দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া ও বদরতলা মোটরসাইকেল চালক সমিতির সদস্যদের মধ্যে গোলযোগের জের ধরে গতকাল সন্ধ্যায় পারুলিয়া মোটর সাইকেল সমিতীর সভাপতি খলিলুর রহমান, সদস্য জাকির ও রফিকুলের উপর বদরতলা সমিতির সদস্যরা হামলা চালিয়ে আহত করেছে। পারুলিয়া সমিতির সদস্য আলহাজ্ব ফজলুল হক আমিনী জানান পারুলিয়ার সমিতির সদস্যরা যাত্রী নিয়ে বদরতলায় যাওয়ার পর তাদের গাড়ী আটকালে পারুলিয়ার সদস্যরা বদরতলায় গেলে বদরতলা সমিতির সদস্য আবুল, হাসান, গোবিন্দ, রবিউল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। তথ্যানুসন্ধানে জানাযায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে আহত হওয়ার ঘটনা ঘটে। পারুলিয়া ও বদরতলা সমিতির আহত সদস্যরা চিকিৎসা নিচ্ছেন, পারুলিয়ার খলিলুর রহমান, জাকির ও রফিকুল সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে বদরতলা সমিতির সদস্যরাও আহত হয়েছে বলে জানাগেছে।