স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আরএমপি সোসাইটির উদ্যোগে ও ফার্মাসিয়া কোম্পানির সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির জেলা সভাপতি গ্রাম ডাঃ আলহাজ্ব মিজানুর রহমান ডবলুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারন সম্পাদক গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে গ্রাম ডাক্তাররা সেবা দিয়ে গেছেন। এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আলহাজ্ব হাসান সিদ্দিকী লাভু, গ্রাম ডাঃ আমিনুর রহমান, গ্রাম ডাঃ ইবাদুল ইসলাম, গ্রাম ডাঃ মঞ্জুরুল ইসলাম, গ্রাম ডাঃ ওলিয়ার রহমান, গ্রাম ডাঃ পরিতোষ, গ্রাম ডাঃ মাসুম বিলাহ, গ্রাম ডাঃ আশরাফুজ্জামান, গ্রাম ডাঃ মোরশেদ, গ্রাম ডাঃ হাফিজুল ইসলাম, গ্রাম ডাঃ ইব্রাহীম রানা, গ্রাম ডাঃ ইয়ারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল মোমিন।