শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

সাতক্ষীরা মেডিকেলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চা বিক্রেতার ছোড়া গরম পানিতে দগ্ধ ১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে চা বিক্রেতা কর্তৃক ইজিবাইক চালক ১০ জনকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে। গুরুত্বর ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে। এঘটনায় ভূক্তভোগী শহরের কামালনগর গ্রামের মোঃ রফিকুল ইসলাম, সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উলে­খ করেছেন তিনি গতকাল একটি ভাড়া নিয়ে সামেকে সামনে যান এসময় সামেকের সামনে পার্কিং নিষেধ সাইন বোর্ডটি অসাবধানতা বশত ধাক্কা লেগে পড়ে যায়। এসময় অভিযুক্ত বাঁকাল বাজুয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা ঐ স্থানে চা বিক্রেতা তেল বাবু ও তার মোমিনুলের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায় বেশ কয়েক জন ইজিবাইক চালক ও স্থানীয়দের মারপিট শুরু করে। হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগে তাদের দোকানে থাকা কেতলির গরম পানি সকলের গায়ে ছুড়ে মারে। এসময় দগ্ধ হয় ইজিবাইক চালক ৫ সহ স্থানীয় আরো ৫ জন। এর মধ্যে গুরুত্বর আহত ৫ জনকে সামেকে ভর্তি করা হয়। তারা হলেন, নাঈম, জাকারিয়া, দিদারুল, জাকির হোসেন, মফিজুল রহমান। ভূক্তভোগীরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা ওসি সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা দাবি করেছেন সামেকের সামনে অবৈধ ভাবে সরকারি সম্পত্তির দখল করে চায়ের দোকান করেছেন। তারা তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাধারন মানুষের উপর ঝাপিয়ে পড়েন। স্থানীয় ভূক্তভোগীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসন সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com